নববর্ষে চেতনা মুক্তির প্রোগ্রাম ও সমিতির সেরা শাখা
আমরা সামাজিক চেতনা মুক্তির লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছি,এই এগিয়ে চলায় পাশে পেয়েছি বিদ্বজ্জনদের,পাশে পেয়েছি প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও,আর সেই টানেই নিরন্তন একদল দামাল ছেলে ছুটে চলে নতুনের স্বপ্ন নিয়ে।আমাদের কিংকরবাটী-হরিপাল শাখা নববর্ষের দিনে চেতনা মুক্তির অনুষ্ঠান করলো জয়হরিপুরে।হাতেকলমে দেখালো কুসংস্কারের ভেতরের কারণগুলোকে,এই ধরনের অনুষ্ঠানে দেখেছি মানুষের মনকে এতোদিনের ধ্যানধারণার বিরুদ্ধে ভীষণ নাড়া দেয়, প্রচুর মানুষ বুঝতে পারেন, কৌতুহলী হয়ে প্রশ্ন করা করেন আর এটাই আমাদের পরম প্রাপ্তি। আর এই কাজে যাদের কথা না বললেই নয় তারা কিংকরবাটী-হরিপাল শাখার সদস্যরা।২০১৭এর যুক্তিবাদী সামিতির সেরা শাখা হিসেবেও মনোনিত হয়েছে।এদের সাথে একটু পরিচয় করিয়ে দিই - মিহির কোলে ,বাপ্পাদিত্য কোলে, দেবরাজ দাস, মনোজিত দাস, সন্দীপ দাস, রাজেন দাস, সুমন দাস,- চেতনা মুক্তির অনুষ্ঠান "অলৌকিক নয়, লৌকিক"এর জনপ্রিয়তা ও কার্যকরীতা এদের শৈল্পিক দক্ষতায় এক অন্যমাত্রা পেয়েছে যা প্রত্যক্ষ করলেই বুঝতে পারবেন।আসুন আমরা সবাই কুসংস্কার মুক্ত সমাজ গড়ি।
BE RATIONAL

আমরা যুক্তিবাদী

sample image

5 Responses to “নববর্ষে চেতনা মুক্তির প্রোগ্রাম ও সমিতির সেরা শাখা”
Leave a Reply
Editor, thank you for your blog post.Really thank you! Awesome.
Editor, thanks so much for the post.Really thank you! Keep writing.
Avinandan.
welcome
welcome…..!!!