নোটা না থাকায় জনস্বার্থ মামলা দায়ের করল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
২০১৫-তে কোলকাতা কর্পোরেশন সহ ৯২টি পুরসভার নির্বাচনে ইভিএম-এ নোটা (None of The Above) বোতামটি না থাকায় কেন এই নির্বাচন বৈধতা পাবে? – এই প্রসঙ্গে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র তরফ থেকে কোলকাতা হাইকোর্টে মাননীয়া প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং মাননীয় জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। রিট পিটিশন নং 9555 (W) of 2015।
যুক্তিবাদী সমিতির পক্ষে ছিলেন সম্পাদক অরিন্দম ভট্টাচার্য এবং সমিতির পক্ষে সওয়াল জবাব করেন মাননীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
সওয়াল জবাব শেষে ইলেকশন কমিশনের আইনজীবীর উপস্থিতিতে ইলেকশন কমিশনারকে তীব্র ভাষায় ধিক্কার জানায় ডিভিশন বেঞ্চ। ছয় সপ্তাহের মধ্যে এই বিষয়ে তাদের হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন। তাদের জমা দেওয়া হলফনামার দুই সপ্তাহের মধ্যে আমাদেরও জবাব দিতে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আট সপ্তাহ পর।
অর্থাৎ আরও একটা বিশাল লড়াইতে নামল প্রবীর ঘোষের নেতৃত্বে যুক্তিবাদী সমিতি এবং আমাদের আইনি উপদেষ্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়।
সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষদের কাছে আহ্বান রাখছি এই লড়াইতে সক্রিয় ভাবে আমাদের পাশে থাকার জন্য।
10 Responses to “নোটা না থাকায় জনস্বার্থ মামলা দায়ের করল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি”
Leave a Reply
Avinandan………asun aamra Sabai pase danrai. We shall overcome……
Avinandan Avinandan Avinanan .
Pase achi
Jokhon sobai dishahin. Tokhon sei Prabir Ghosh e path dekhalen.
দিশা দেখানো পদ্ষেপ …।
Darun ebong obhaboniyo podokkhep.EVM e Nota na rakhatao ekta sontras….
আবার একটা অসাধারণ লড়াই লড়ছি আমরা। এই পচা সিস্টেমকে পরিবর্তন করা দরকার। ভোট সন্ত্রাসে পরিণত হয়েছে। সাধারণ মানুষের অধিকার পদে পদে কেড়ে নিচ্ছে শোষক শ্রেণি এবং বিভিন্ন রাজনৈতিক পার্টি। আর বেশি দেরি নেই একটা ২০১১-র ভোট আসতে যেটা ২০১৬-তে হবে। শুধু লালের বদলে সবুজের পতন ঘটবে। সাধারণ মানুষ এবার ক্ষুব্ধ হতে শুরু করেছে এই সংসদীয় ভোট রাজনীতিতে। বারুদ জমছে। দেশলাই দিকে দিকে ছড়িয়ে পড়ছে। শুধু ফেটে পড়ার অপেক্ষা…
yes, I am with you.
many many congratulations to ArindamDa!
NOTA SHOULD BE MUST . LONG LIVE NOTA