বঙ্গভূষণ সম্মানে সম্মানিত দাখিন চন্দ্র মুর্মুকে অভিনন্দন
দাখিন চন্দ্র মুর্মু। ছোট্টখাট্ট চশমা চোখে পাঞ্জাবী পরা ভদ্রলোক। গত ২১ মে সোমবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বঙ্গভূষণ সম্মান গ্রহণ করলেন আরও অনেক নামী-দামী মানুষের সঙ্গে। ছিলেন রাজ্যপাল এম. কে. নারায়নন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দাখিন বাবুকে দেখেই চিনলাম - ব্যতিক্রমী চেহারা। একপাশে শিল্পী শুভাপ্রসন্ন আর ডান পাশে মিঠুন চক্রবর্তী। ফোনালাপ করলাম।
খুব খুশি পঁচাত্তর বয়সী প্রাক্তন স্কুল শিক্ষক দাখিন বাবু। শিক্ষকতা করতেন। ডাইনী অত্যাচার বা হত্যার খবর পেলে ছুটে যেতেন ওঁর তৈরী শিক্ষকদের দল নিয়ে। কিছুদিন সাঁওতালী ভাষায় পত্রিকা চালান। নাম "দেবন টিংগুন"। তারপর শরীরের কারণে বেশিদিন চালাতে পারেন নি। ওঁর এই সম্মানে আমরা গর্বিত। ওঁকে অকুন্ঠ অভিনন্দন ও শুভেচ্ছা।
2 Responses to “বঙ্গভূষণ সম্মানে সম্মানিত দাখিন চন্দ্র মুর্মুকে অভিনন্দন”
Leave a Reply
Dakhinbabuke pronam. uni shudhu onar schooler chatroder sikshak chilen na , uni amader sobar sikshak – amader sobar adarsha guru. sammandatara
jano nijera kusongskarmukta hoye Dakhin babur adorsha o sikshake somman janan ebong somaje se adrsho protisthito korte sochesto hon. Sobai jano bojhe je daini,manush ba debdebir atma namok kolpobostuti Kalighater kalimurti, ba Kirnaharer durgamurtir dehe ashroy nite parena. Dainir sorire dainir atma ar deb debider putule deb debider atmar dharona akebare ak e rokom manoshik roger lakshan. Dakhinbabur adorsha o sikshake somman debar janya ebong juktibadi chintake utsahito korar janya Manoniyo Rajyapal, Maninio Mukhamontri, Mithun Chakrborti mohashoy der dhanyabad. Asokdas Charbak
25 th may ghure elam dakhin chandra murmur bari… ami, Bibhamay Pramamik, asutosh rana..