যুক্তিবাদী সমিতির উদ্যোগে সাঁপুড়েকে আটক করলো বনদপ্তর।
07/10/2018 , আমাদের গ্রাম কাটাবেড়াতে বাঁকুড়ার সিমলাপাল থেকে আগত তিনজন সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছিল । তারা সাপ দেখানোর সাথে সাথে মগজধোলাই করে মাদুলি বিক্রিও করছিল । আমি বিষয়টি বনদপ্তরকে জানালে উনারা একশনে রাজী হন । এরপর সন্ধ্যা 7 টার সময় বন আধিকারিকগণ পৌঁছালে ঐ সাপুড়েদের বনদপ্তরের হাতে তুলে দিই । আপনারা যেকোন জায়গায় সাপ নিয়ে ঝাপান উত্সব হলে বনদপ্তরকে জানান , বনদপ্তর ব্যবস্থা নিবে , কারণ ঝাপান উত্সব বে-আইনি । পুরুলিয়া বন দপ্তরের ফোন নং- - 9933925418 , 9434412742 , 8017312691 , প্রয়োজনে ' ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ' আপনার পাশে আছে ।
মধুসূদন মাহাত।

One Response to “যুক্তিবাদী সমিতির উদ্যোগে সাঁপুড়েকে আটক করলো বনদপ্তর।”
Leave a Reply
Good post.Thanks Srai.