অভিজিৎ রায়ের মৃত্যুতে আমরা শোক করব না। এটা যুদ্ধ। এই যুদ্ধ চলছে, চলবে ……

অভিজিৎ রায়ের প্রতি পূর্ন শ্রদ্ধা রেখেই বলছি, ওনার মৃত্যুতে আমরা শোক করব না। এটা যুদ্ধ—- এই যুদ্ধ চলছে আর চলবে। যেদিন পৃথিবীর সব প্রাতিষ্ঠানিক ধর্ম মুছে যাবে , সেদিন আমরা থামবো। আগামীকাল ১ মার্চ, “আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস” । ওই দিন আমাদের শপথ হোক , ‘সংগ্রাম চলছে চলবে।’ যুক্তিবাদ জিন্দাবাদ । ফটো ও কার্টুন সৌজন্যেঃ- ফেসবুক