ভূত তাড়ানোর নামে অবৈজ্ঞানিক চিকিৎসার ভান্ডাফোঁড়

মধ্যমগ্রামের কাছেই এক মন্দিরে চলছে ভূত তাড়ানোর জন্য ঝাড়ফুঁক। এই অবৈজ্ঞানিক কাজ চালাচ্ছেন বছর ৬৫-৭০-এর এক বৃদ্ধা। বৃদ্ধার দাবি, যেকোনও রোগী অথবা ভূতেধরা ব্যক্তি এলে তিনি তাঁকে সুস্থ স্বাভাবিক করে তোলেন। এমনকি অন্য কোনও সমস্যা নিয়ে এলেও সমাধান হয়ে যায়। সবকিছুই হয় ঝাড়ফুঁক-জলপড়া-তাবিজকবজের সাহায্যে। অর্থাৎ দৈব উপায়ে। বৃদ্ধা জানিয়েছেন, তাঁর যখন বছর ৩০ বয়স সেই […]