যুক্তিবাদকে কেন সামগ্রিক দর্শন বলা হয় জানতে প্রবীর ঘোষের ‘আজকের যুক্তিবাদ কি ও কেন?’ বইটির কিছু পাতা।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কাছে অনেক মুক্তমনা এবং যুক্তিবাদী বন্ধুই বারবার জানতে চেয়েছেন 'যুক্তিবাদ' কে আমরা কেন একটি সামগ্রিক বিজ্ঞাননির্ভর জীবনদর্শন বলে থাকি?
প্রশ্নটির গুরুত্ব অনুধাবন করে সমিতির সভাপতি শ্রদ্ধ্বেয় প্রবীর ঘোষের 'আজকের যুক্তিবাদ কি ও কেন?' বইটির কিছু পাতা তুলে দেওয়া হল। আশা রাখি, এতে বন্ধুদের কৌতূহল দূর হবে।
সকল মুক্তমনা বন্ধুকে এবিষয়ে আরো কিছু জিজ্ঞাস্য থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
বইটি লিংকে দেওয়া হল।
https://drive.google.com/file/d/10o77CPM7MRKdFuuCguzk-vOdQQhBA_a2/view?usp=sharing