মাননীয় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি
Open letter to the Honorable Chief Minister of West Bengal
(১৪) রাজ্য পুলিশের ডি জি ভূপিন্দর সিং এবং রাজ্যের মুখ্যসচিব অশোকমোহন চক্রবর্তী ঘোষনা করেছেন- ছত্রধর মাহাতোদের সঙ্গে যাঁরা যোগাযোগ রাখতেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে 'আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট' অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বে-আইনি নয় এমন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা বে-আইনি হতে পারে না। সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে, ব্ল্যাকমেল করে ছত্রধরদের পুলিশী সন্ত্রাসের বিরুদ্ধে গড়ে তোলা গণতান্ত্রিক আন্দোলনের পাশ থেকে বুদ্ধিজীবীদের সরাতে ডি জি ও মুখ্যসচিব স্পষ্টতই আইন ভেঙেছেন। ওঁদের বে-আইনি কাজের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিচ্ছেন? (১৫) এই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আপনার নিশ্চয়ই অজানা নেই যে রাষ্ট্রসঙ্ঘের গাইড লাইন সম্পূর্ণ অমান্য করে ‘আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট’ তৈরি হয়েছে। তারপরও কোন যুক্তিতে এমন ‘বে-আইনি’ আইনের বিরোধীতা না করে প্রয়োগ করছেন? নমস্কারান্তে প্রবীর ঘোষ সাধারণ সম্পাদক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
